তোর কি আমায় মনে পড়ে?

 

 

বন্ধু  আমায় মনে আছে তোর?
সেই যে সেদিন প্রথম দেখা,তুই আর আমি দু’জন মিতা,
স্কুলের উঠোন,বারান্দা আর ক্লাসরুমের ওই বেঞ্চগুলোতে,
গল্প হতো,কথা হতো,ঝগড়া হতো, পড়াশোনাও…..

দশটা তিরিশ…ঘণ্টা বাজে,এক ছুটে সব আমরা মাঠে,
প্রেয়ার শেষে ক্লাসে আসা,বকম বকম পায়রা কথা…
আসতে ক্লাসে রিনাদিদি,সব চুপচাপ বড্ড বেশী!!
চলছে পড়া এক মনেতে,রিনাদি যে খুবই কড়া।

বন্ধু তোর মনে আছে,পিছন মাঠের ছাতিমটাকে?
রোজ টিফিনে ওর ছায়াতে, গল্প হতো দুইয়ে মিলে…
ছোঁয়াছুঁয়ি, কানামাছি…মিস‍্ করি আজ বাস্তবেতে।

স্কুল ছুটির ওই ঘণ্টা বাজে,মন খারাপের সময় আসে!
ছুটির পরের সময়টুকু বড়ই বেশী উদাস করা!
তবুও তো রোজ আলাপের একটা দারুণ আশায় থাকা!!

আজকে দু’জন ভিন্ন দেশে,রোজের কথা বাদই দিলাম, বছরেও কি মনে পড়ে!?
স্মৃতির পাতা স্পষ্ট খুবই,প্রত্যহ সে কড়া নাড়ে!
বন্ধু তোকে পড়ছে মনে…. তোর কি আমায় মনে পড়ে!?

 

 

লেখাঃ রাজনন্দিনী

ছবিঃ অনন্যা

 

Tor ki amay mone pore  |     Rajnandini     |     Ananya    |     www.pandulipi.net     |    Emotional     |    Poem     |    Bengali

Author: admin_plipi