
নাম নেই তোর
লেখা – সন্দীপন গাঙ্গুলী
প্রচ্ছদ – নিকোলাস
জলে ছিটে দাগ, ধানে আশ্বিন,
ভিজে মন চায় সাদা তোয়ালে,
চেনা কুয়াশায় ঢাকা নৌকার ছাদ ভিজে থাকাতেই আবদার,
ঝিঁঝিঁ গুনগুন, রডোডেনড্রন,
ঝরা বরফের গায়ে ক্লান্তি,
ঘুম আসছে, প্রাণ যাচ্ছে, মরা আত্মার গায়ে সোয়েটার।
স্বপ্নের সাথে জাগলিং,
আর দুঃখের দিনে চ্যাপলিন,
আহা পলতের বুকে ঘাম দেখে রক্তের ওপর ভাসে তেল,
দেখো কই মাছ, এ যে করে নাচ,
এ তো ভুল থেকে আসা ভ্রান্তি,
মন ফ্রুট কেক, বাইরেটা ফেক, ভেতরটাই শুধু পোড়েনি।
তোর ইশারার কাছে নির্বাক
আমার কবিতা আর যত গান,
গেঁয়ো বাউলের একতারা-টান শুনে দলছুট হয়ে তারাদল,
ধোওয়া অর্কিড, বোবা ফুলদান,
মাঝ দরিয়ায় রাতে প্রহরী,
তোকে চাই আজও, ভালবাসি আজও, দম-দেওয়া ঘড়ি করে ছট্ফট।
আধো পলকের নিচে ঘুম তোর,
অসমাপ্ত তোর ডায়েরি,
কাটা লাইনের নিচে নাম সেই, যেই নামেতে তুই ডাকতিস,
রবি-নজরুল, জুলভার্নে,
নাকি বেকার স্ট্রিটে রাত্রি?
রাত পোহাতেও তোর আবদার, “বেলা অবধি কাছে থাকবি!”
মনে পড়ছে সেই পথঘাট
উড়ো চিন্তায় দোকা ভাসতাম,
সিনে ক্লাইম্যাক্স কত সত্যি তুই জড়িয়ে বসলে সঙ্গে,
রাত হলো শেষ তাই অবশেষ,
বাজে বেল বাজা ওই যন্তর,
এই জাগলি, জেগে প্রশ্ন, “রাত হলো শেষ নাকি স্বপ্ন?”
বেশ নতুন ধাঁচ। ভালো লাগল।
Thank you
Thank you
খুব ভাল। প্রচ্ছদ টি অসাধারণ
হ্যাঁ সত্যিই খুব সুন্দর। This enhanced the soul of the poem.
সুন্দর কবিতা
Dhonyobad
খুব ভাল লাগলো। আপনি এই ভাবে লিখে যান। আমাদের ভালোবাসা থাকবে।
Onek dhonyobad
Eto chhupa rustam
Chaliye jao
Thank you..
খুব সুন্দর। আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা থাকলো কবির প্রতি।
Thank you
Bah
আমার মনেহল একটু অসঙ্গতি আছে। ‘সিনে ক্লাইম্যাক্স…’ এই লাইন টি পূর্ন রূপ পায় নি বলে আমার ধারনা। লেখকের মতামত এর অপেক্ষায় থাকলাম। আমার ভুল।শুধরে দিলে খুশি হব।
কোনো ব্যক্তিগত আঘাত আমার উদ্যেশ্য নয়। কবিতা ভালোবাসি। পাণ্ডুলিপি তে বিগত বেশ কয়েক মাস ধরে পড়ি। লেখক কে অগ্রিম ধন্যবাদ। উত্তর পেলে ভালো লাগবে।
Etar mane bolte cheyechi cinemar onek climax thake jeta obastob…happy ending jeta dekhay….setao bissas krte iche kre pase “tui” thakle…..romance is described here incompletely and not mentioning her name….eta theme vebe lekha…
Onek dhonyobad jante chawar jnno…asa kri ami answer dite perechi apnar question er…best regards
অসাধারন। ব্যাখ্যা মনগ্রাহী হল। শুভেচ্ছা রইল। আগামী লেখা পড়ার অপেক্ষায় রইলাম। সাথে এই ওয়েবসাইট কেও ধন্যবাদ। আমাদের মনের খোরাক যোগান দিতে থাকুন। ভালোবাসায় পাশে থাকবো।
Onek dhonyobad
আপনাকেও
দারুন বাচন ভঙ্গি। বেশ উপভোগ্য। নামের নামের যথার্থতা বুঝলাম না। তবে উপভোগ করলাম।
Thank you. Incomplete romance… that’s why the name…
ওহ। থিম বেসড।
Lekhoker lekhoni te eto dukho keno? Mon varakranto hoye gelo je.
Prothom stanza pore fida.
Thank you
আমার একটি প্রশ্ন ছিল। অসমাপ্ত তোর ডায়েরি… মানে কি অপূর্ন প্রেম বুঝছেন?
Yes kind of..
ধন্যবাদ। পুরোটা আস্বাদন হয় না মানে না বুঝলে।
Awsome.
Thank you
দারুন হহয়েছে লেখাটা।। লেখা বন্ধ করবেন না। এমন আরো অনেক লেখা দেখার অপেক্ষায় রইলাম।।
Onek dhonyobad
Lekha kintu charle cholbe na. Sudhu lockdown special hle hbe na.
Hahahaha
Besh valo laglo.
Thank you
দুর্দান্ত। ভুল থেকে আসে ভ্রান্তি। লাইন তা মন ছুঁয়ে গেল।
Thank you so much….. Keep supporting
দারুন লাগলো আমার, খুব সুন্দর 🙂
Thank you 🙂
খুব সুন্দর হয়েছে। দারুন বাচন ভঙ্গি।
Thank you so much
খুব সুন্দর হয়েছে। দারুন বাচন ভঙ্গি।
Thank you Prof. Roy 🙂
অসাধারণ । জাস্ট অসাধারণ । ♥️
Thanks Raju 🙂
Lekhatite natunatyer choa ache, tai Prachhad ti ek onno matra peyeche.. amar khub valo legeche. Tumi evabe likhe jao.
Thank you 🙂
খুব ভালো লাগলো কবিতাটা ।। কবির শব্দের ওপর ভালো দখল আছে ।। কবির আরও কবিতার অপেক্ষায় রইলাম।।
Thank you
👍😊
অসাধারণ হয়েছে।প্রচেটা সার্থক হোক। অপূর্ণতার স্বাল পূরণ হোক তোমার কবিসতায়। চালিয়ে যাও……….
Thank you thank you Sir🙏
Khub sundoor, bes onno rokm laglo
Thank you
geyo banan ki vul holo? gramyo bojhale chandro-bindu hoto
Ha I think ota printing mistake
Correction kora hoeche….thank you
হা। 👍
Bah besh valo lekha. Ei web magazine ti din din unnoti korchhe. Suvecha roilo. Aro valo lekha paoar ashay roilam. Lekhok ke anek suvecha.
Onek dhonyobad…pase thakben
Thank you
Nice write-up.
Thanks
আধুনিক ও সুগঠিত লেখা। কাটা লাইন… একটু ব্যাখ্যা পেলে বলো লাগত
দারুন লিখেছএন
ভালোবাসার পরিণাম করুন
ভালো
Awsome. One of the best here.
Onek purano smriti vese elo. Nostalgic…