ইয়েলো স্পট
লেখা : সঞ্চালিকা আচার্য ছবি : নিকোলাস
এইটুকু ছুঁয়ে থাকার মধ্যে কোনও পাপ নেই।
এই যে কখনো একসাথে থাকা হল না, এই যে দুটো অদৃশ্য হাত তবু ধরা আছে, এই যে আরও দু’জোড়া হাত স্পর্শকাঙাল, এইসব ছোঁয়াছুঁয়ির মধ্যে কোনও পাপ নেই।
অসহ্য তাপ আছে শুধু; সামান্য পাওয়া আর অজস্র চাওয়ার আগুন আছে। কেউ নিজে পোড়ে, আর কেউ অন্যকে পোড়ায়।
হাজার মাইলের ব্যবধান আছে। দেহযানে হাজার বছরের যাত্রা। তবু অসাধারণ মাত্রাজ্ঞান এ’জন্মের মতো শুধু বালিশে নুন আর ইনসমনিয়ার দাগের উপর দিয়েই পার করিয়ে দিল।
এই নেক্রোপলিসে তবু এক ঝাঁক স্বপ্নের মতো প্রেমের দিন আসে। বাতাসে ভাসে গ্রিক ইরসের আশীর্বাদী আঁশগুঁড়ো। দ্য সিক্সথ সেন্সে স্যাক্সোফোন বেজে উঠলে গাছদেহ ঘিরে মৃদঙ্গ বাজে।
এইসব কূজনের মাঝেই কোথাও সর্বনাশী অথৈ জলের ওপর একটা টেবিল আজও ভাসছে। তার ওপর কিছু কবিতার বিবর্ণ পঙক্তি, অ্যাশট্রে-তে আধখাওয়া সিগারেট, আর চায়ের কাপের রিমে ঠোঁটের দাগ। সেই টেবিলে একটি একান্ত ভোরবেলা বন্দি হয়ে আছে।
এইটুকু অক্ষর, ছাই, দাগ ও ভোরে কোনও পাপ লেগে নেই।