পান্ডুলিপি পাবলিশিং এর নিজস্ব ওয়েব পোর্টাল pandulipi.net বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষ এবং অন্যান্য বহু দেশের পাঠকদের কাছে একটি বিশেষ ভালোলাগার ঠিকানা। শুধুমাত্র ক্ষুদে পাঠকদের কথা মাথায় রেখে পান্ডুলিপি ডট নেট নিয়ে এসেছে একটি সুন্দর প্রতিযোগিতা। শিশুদের জন্য ছোট্ট গল্পের প্রতিযোগিতা। ২৫০-৩০০ শব্দের মধ্যে একটি শিশুদের উপযোগী ছোট গল্প লিখে পাঠিয়ে দিন conncet@pandulipi.net এই ইমেইল আইডি তে। মনোনীত হলেই পেয়ে যাবেন একটি সুন্দর মানপত্র। মনোনীত লেখা প্রকাশিত হবে পান্ডুলিপির ওয়েবসাইটে। সারা বিশ্বের অসংখ্য পাঠকের কাছে পৌঁছে যাবে আপনাদের লেখা।
# নিয়মাবলী #
✓ গল্পের শব্দসীমা অনধিক ৩০০ শব্দ।
✓ গল্পটি মেইল বডিতে টাইপ করে পাঠাতে হবে।
✓গল্পের সাথে নিজের নাম (সম্পূর্ণ বাংলায় লিখে), ঠিকানা, ফোন নম্বর / WhatsApp নম্বর পাঠাতে হবে।
✓ গল্প পাঠানোর সময়সীমা ২০ শে মে ২০২১।
✓ গল্প নির্বাচিত হলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে নেবো।
✓ গল্প হওয়া চাই শিশুদের সুপাঠ্য।
✓ গল্প লেখার ক্ষেত্রে বানান ও যতিচিহ্নের ব্যবহারে নজর রাখবেন।
✓ গল্পটি পাঠানোর ইমেল – connect@pandulipi.net
✓ ই মেইল এর Subject এ অবশ্যই ” শিশুদের জন্য ছোট্ট গল্প প্রতিযোগিতা ” এটি লিখবেন।
যোগাযোগ :-
WhatsApp (Only) : +91-8001000231
ধন্যবাদ…