পাতা ঝরার বেলা

 

 

 

শেষবেলার আলো ছুঁয়ে আছে

ধূসর পাতাটি,

শিশির বিন্দু বুকে

বিষাদের কালোছায়া

যেন সে আড়াল করেছে।

 

আজও এক নতুন সকাল,

হিমেল বাতাস বয়ে বার্তা এনেছে —

আসন্ন বিষণ্ণবেলা।

অসবুজ দেহভারে

কী মলিন পান্ডুরতা

ছুঁয়ে আছে তাকে !

 

বিগত দিনের স্মৃতিগুলি

আজ তাকে ডাকে,

বনবীথির অঙ্গনে,

কাকলি কুজনে উচ্ছ্বল প্রাণে

নিসর্গের উৎসবে মুখরিত দিনে।

 

ফুলদল মাঝে দলবৃন্ত ছুঁয়ে

কত কথা….কত কানাকানি !

রঙ বেরঙের খেলা

খেলে গেছে প্রজাপতি

পাখায়-পাখায়,

ফুলে-ফুলে পাতায়-পাতায়

প্রতিদিন কত জানাজানি !

 

কত ঝড়জল বয়ে গেছে চলে,

টালমাটাল দিনে

বিটপী দিয়েছে সামাল

সুদৃঢ় আলিঙ্গনে ।

 

পাতাখানি তিরতির কাঁপে

মনে মনে,

মেদুর সে আন্দোলনে।

 

সহচরী পাশের পাতাটি

টুপ করে খসে গেল নিঃশব্দে,

মৌনতায় রেখে গেল সানন্দ স্বাগত

নবাগত কিশলয়ে ।

 

এ মুহূর্ত ঝরার বেলা

এবার ঝরার পালা।

ও গো ঝরা পাতা,

আমি তোমারই দলে ।

 

” আবার আসিব ফিরে….”

 

 

 

কলমে – শুভ্রা

ছবি – কুণাল

Author: admin_plipi