বোহেমিয়ান

 

 

 

তুমি খুব আত্মসম্মানী হলে

আমার কোনো সম্মানবোধ নেই।

তুমি হিসেবী হলে, আমি হিসাবের

কিতাব ছিঁড়ে ওড়াই বাতাসে।

তুমি কুর্নিশ করলে আমি ভাবি

বুঝি সার্কাস দেখাচ্ছো!

তুমি একটু বন্ধু হলে,

আমি সেই বন্ধুত্বের খুশিতে

বেবাগী বাউন্ডুলে।

তোমার মনে যখন সুখের আকাশ,

আমার স্বপ্নে তখন বোহেমিয়ান

ঝোড়ো বাতাস।

তুমি আবহমান আপোষ

আর সমঝোতা হলে,

আমি বেপরোয়া প্রতিবাদ।

এখানে ‘তুমি’ সমার্থক-

রাষ্ট্র, নারী বা বিপন্ন সময়।

 

 

 

কলমে – বাপন দাঁ

ছবি – নিকোলাস

Author: admin_plipi