
বেঁচে থাকাটা যেন নিছক অভ্যাস করে ফেলো না,
জীবনে আসুক নেমে কিছু শ্যামাঙ্গী সন্ধ্যা,
সন্ধ্যামালতী রঙা রাত-দুপুর…
হলদে রোদ্দুরে মনকে জ্বালিয়ো না,
হালকা রিমঝিম নীল-সবজে বৃষ্টি মাঝে মাঝে মনে বাজাক না নূপুর…
জীবন হোক সুন্দর একগুচ্ছ কৃষ্ণপ্রেম, মেঘ-রোদ্দুর…
টাটকা রক্তকরবী তুলে এনে সাজিয়ে নিয়ো ধূসর আকাশটাকে, দূর-দূরান্তে ওই চোখ যায় যদ্দূর…
পতঙ্গের রং চুরি করে ভাসাতে চেয়ো না ঝর্ণার ঝরঝরিয়ে পড়া কাঁচের মতো স্বচ্ছ জলে…
বরং এক ফালি মেঘকে ধার চেয়ে নিয়ো আকাশ-নীলের কাছে ডুব দিতে ওই নীল অতলে…
এত আলোক মালা, এত ছড়িয়ে থাকা কত শত রঙ চুরি…
বিষাদের বাঁশি যেন সব আলোক মালা, রঙের বাহার
মুছে দিয়ে, গোপন অশ্রু দিয়ে সুর সাজে অবহেলায় পটমঞ্জরী…
জীবনের অর্থ শুধু খুঁজতে যেয়ো না স্বচ্ছতোয়ার খুশির হিল্লোলে ছুটে চলা মোহনার পানে…
তারই পাশে খুঁজে দেখো কত ঘরহারা, ভেসে যাওয়া বুভুক্ষু মানুষের বুকের পাঁজর কথা বলে! চোখের কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসা জীবনের মানে…
কত আলো, কত স্বপ্ন, কত রঙ ধুয়ে গেছে, মুছে যায় চোখের গঙ্গায়! ওদের না বলা কথা, হাসি আর গানে…।।
লেখা : দেবশ্রী সিংহ
ছবি : জয়দেব ভট্টাচার্য
দারুন । ভাষা বাঁধুনি অসাধারন।
লেখিকার উদ্যেশে,
আমি এই ওয়েবসাইটের নিয়মিত পাঠক। শেষ প্যারাগ্রাফটি কি সুন্দর লিখেছেন। লেখিকা কে অসংখ শুভেচ্ছা। আপনাদের ছবি চয়ন বেপারটা বেশ সুন্দর। আর কোথাও এই বেপারটা দেখিনা।
সাজিয়ে নিয়ে ধূসর.. লাইন টি একটু খটকা লাগছে।
Besh valo..
কবিতা টি বেশ লিখেছেন। বর্তমান পরিপ্রেক্ষিতে মানানসই।
পতঙ্গের… অতলে
দারুন লাগলো। লেখিকা কে সাধুবাদ
দারুন একটি লেখা পড়লাম।
Impressed.
ভাল লাগল
সুন্দর কবিতা
খুবই সুন্দর লেখনী। সাধুবাদ লেখিকা কে।
অসাধারন লেখা। বরং …নীল অতলে।
আহা।
আমি লিখতে চাই এখানে। কিভাবে?
Khub valo laglo
Khelti lain mon chuiye gelo.
Nam ti sundor. Jiboner mane . Er opr jato lekha hoy kom porbe. Thanks.
Wow factor pelam. Share korlam. Khub valo laglo.
চোখের গঙ্গায় মানে কি অশ্রু জল বুঝানো হয়েছে?
জ8বন হোক সুন্দর এক গুচ্ছ কৃষ্ণ প্রেম। এর মর্মার্থ বুজিয়ে এ উপকৃত হব
উপভোগ করলাম। মোহনার ছবিটাও দারুন। জীবন আর সাদা কালো ছবি।
👌👌👌
আবৃত্তি করতে চাই
আমিও এটির ভাষ্য রূপ করতে চাই। লেখিকা ছাড়া কি এই ওয়েবসাইট কে উল্লেখ করতে হবে?
👏👏👏👏👏👏👏👏
👍
হারিয়ে গেলাম অন্য জগতে
বেঁচে থাকা জীবনের সংজ্ঞা নয়। লেখিকা দারুন লিখেছেন।