পোড়ো বাড়ি ।। সূচিতা দাস
পোড়ো বাড়ির মতো পরিত্যক্ত জীবন,
আগাছায় ভরা মনটা যখন,
নিজেই নিজের কাছে অচেনা এখন,
ঝলমলে রোদ্দুর ঢোকেনি বহুদিন-
অযত্নে বাড়িটি বড়ই মূল্যহীন,
জমে আছে সুখস্মৃতি ফাটলের ফাঁকে-
ধুলোপড়া অতীতেরা আজ ও কেন ডাকে, বাড়িটির বুক-চিরে
গাছেরা মাথা তুলে,
যন্ত্রণার আর্তনাদ আকাশে বাতাসে,
পরিত্যক্ত পোড়ো বাড়ি রয়েছে পড়ে-
কেউ আর ওপথে যায় না ভুলে…।