এখন

 

এখন

লেখা ও ছবি – নীপাঞ্জলি রায়

 

 

দাবার বোড়েরা যুদ্ধ যুদ্ধ খেলছে
রাজায় রাজায় তখন তুমুল সন্ধি।
আড়াই চালেতে কিস্তিমাতের খাতিরে
খুন হওয়া লাশ শহীদ নামেতে বন্দী।

‘জাতীয়তাবাদ’ ওঠে ঐ ফুৎকার
মানুষ ছাড়াই দেশের মাটিটি শ্রেষ্ঠ?
লাশ জমে দেখ, চুঁইয়ে পড়ছে ঘেন্না
শুকানো রক্তে তোমরা ভক্তিনিষ্ঠ।

আজ দুশো, কাল পৌঁছবে ঠিক সাতশোয়
প্রাণ নয়, ওরা নেহাতই সংখ্যা মাত্র!
ধর্ম ওসব দেখনদারির প্রেম, আর
তলায় তলায় শকুনে চাটছে রক্ত।

ছিঁড়েখুঁড়ে খাওয়া শিল্পের হাড় মজ্জা
কঙ্কালসার, চোখ খোবলানো সাম‍্য।
মুঠোফোনে আমি ছড়াই গুজব, ফতোয়া
দিন শেষে শুধু নিজের শান্তি কাম‍্য।

দুখানা গ্রেনেড, চারখানা লাশ, তারপর
‘চিকেন ডিনার’, উল্লাস করে দেশটা।
যুদ্ধ হবে না, বলেছিল নাকি, তাই আজ
দেশদ্রোহীর তকমা পেয়েছে শেষটা।

কাঁটাতারে তারা বেঁধে দেয় দাগ, তাতে
কুকুরের মত খেয়োখেয়ি, উথলোয় বিষ।
এক পেগ মদে, দু কিউব সাদা বরফে,
ঘন্টা খানেক সঙ্গে সুমনই রেলিশ।

Author: admin_plipi