অজস্র নীহারিকার সারিবদ্ধে নুতন,
প্রত্যেক পাতার কান্ডে বেশ কয়েকটা সাদা ছায়াপথ কাব্য।
সেই দারুনভাবে পৃথিবীর আসরে তার সম্প্রসারন,
আমার কল্পনায় লাজুক ভঙ্গিমায় অনবদ্য।
নিশির আলিঙ্গনে সে বিশ্বাস সঁপেছে , নাম শিউলি।
পরিস্ফুট পাপড়ি হয়ে শেষ, নিজের শুরুর বৃন্ত।
শিশির মেখে সজ্জিত আরো সুন্দর প্রতি,
তাই বলেই যৌবন তার শতদল , অম্বর নক্ষত্রের প্রতিবিম্ব।
জ্যোৎস্নার আলো ছলকে পরিণত শরম অতি সুবাস,
আপন করতে পায় টের কাছে টানে মাধ্যাকর্ষণ বল।
বাটোয়ারা ভোরের আয়ুতে কিছু পথে স্বর্গপথ প্রকাশ,
আবার কিছু বেদির অর্ঘ্যে মিশে দুর্বাদল।
শয়ন গৃহের খিড়কি পাশে রেখেছে স্বয়ং আত্মসমর্পন
আভাস বুঝলেই কৃপণ নিদ্রার অন্তিম আরো মধুর মুহূর্ত।
শরীর কেন্দ্রে তার কমলা রঙে স্বর্গ সঞ্চয়ন,
বারবার পুনর্জন্ম নেত্র বন্ধে অনুভবে মরে, রেখে সেথা আমার নাসারন্ধ্র ।
লেখাঃ রাজাদিত্য
ছবিঃ রাজশেখর
Siuli | Rajaditya | Rajsekhar | www.pandulipi.net | Abstract Concepts | Poem | Bengali