সুজাতা

 

।। ১ ।।

হীরক সামান্য আলো নিয়ে
তুমি দাঁড়িয়ে থাকতে রাস্তায় ,
হীরক সামান্য আলো নিয়ে
তুমি দাঁড়িয়ে থাকতে রাস্তায়।

আমার কৈশোর চলে গেলো,
যৌবন চলে গেলো,
এই বানপ্রস্থে একি আলোর
খেলা দেখি।

চোখ জ্বলে যায় ,
চোখ জ্বলে যায় ,
ভুবনমোহিনী।।

।। ২ ।।

ছাই ভস্ম সব গিলে ফেলেছি
অনেক দিন,
অনেক দিন রোদ্দুরের দিকে নেই।
তাকে খুঁজছি অনেকদিন
পিপল ছায়ায়।

প্রকৃতই কি সুজাতারা আসে?

 

লেখা: বিশ্বজিৎ
ছবি: নিকোলাস

Author: admin_plipi